হোম > খেলা > ক্রিকেট

স্কটিশদের ১৯১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে স্কটল্যান্ড-আফগানিস্তান। প্রথম পর্বে এই স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তবে আজ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে টস হেরে খুব একটা সুবিধা করতে পারেনি কাইল কোয়েটজারের দল।

শারজায় টস জিতে আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই স্কটিশ বোলারদের ওপর চড়াও হন দুই আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। মাইকেল লিস্কের ওই ওভারে দুই ছয় আর এক চারে ১৮ রান তোলেন এই দুজন। রান তোলার এই গতি ইনিংসের শেষ পর্যন্ত ধরে রেখেছিল মোহাম্মদ নবীর দল।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ৫৪ রান। পরে শেহজাদ আউট হলে রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাজাই। ৩০ বলে ৪৪ করে জাজাই বোল্ড হলে তৃতীয় উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও গুরবাজ ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন। 

১৯তম ওভারে গুরবাজ ৪৬ করে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন নাজিব। শেষ পর্যন্ত নাজিব অপরাজিত ৫৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায়। ম্যাচ জিততে স্কটিশদের দরকার ১৯১ রান। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ