Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন রশিদ

ক্রীড়া ডেস্ক

প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন রশিদ

এবারের আইপিএলে গুজরাট টাইটানস চ্যাম্পিয়ন হতে না পারলেও দুর্দান্ত খেলেছেন রশিদ খান। ব্যাটে-বলে পারফরম্যান্স করেছেন তিনি। সেই ছন্দ নিশ্চয়ই জাতীয় দলে ধরে রাখার ইচ্ছা তাঁর। কিন্তু আফগানিস্তানের হয়ে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছেন লেগ স্পিনার।

পিঠের চোট মাঠে নামতে অপেক্ষায় রাখছে রশিদকে। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে একাদশে থাকছেন না তিনি। তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সে সম্পূর্ণ মেডিকেল পর্যবেক্ষণে থাকবে এবং আশা করা হচ্ছে ৭ জুন ফাইনাল ওয়ানডেতে সে ফিরবে।’

সিরিজের তিন ওয়ানডেই হাম্বানটোটায় হবে। আগামীকাল প্রথম ওয়ানডের পর বাকি দুটি হবে ৪ ও ৭ জুন। সিরিজ শেষে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। সফরে ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সঙ্গে একমাত্র টেস্ট খেলবে তারা। ১৪ জুন টেস্ট দিয়েই সফর শুরু করবে আফগানরা।

এবারে আইপিএলে ১৭ ইনিংসে ২৭ উইকেট নিয়েছেন রশিদ। বোলিংয়ে নিজের দায়িত্ব সফলভাবে পালন করার সঙ্গে ব্যাটিংয়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। ৯ ইনিংসে এক ফিফটিতে ১৩০ রান করেছেন এই লেগি। ব্যক্তিগতভাবে ভালো করলেও টুর্নামেন্টে গুজরাট চ্যাম্পিয়ন না হওয়ায় তাঁর এই পারফরম্যান্স দলের কাজে আসেনি।

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

কেন সাংবাদিকদের গুজব ছড়াতে নিষেধ করলেন রোহিত

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি