হোম > খেলা > ক্রিকেট

কঠিন সময়ে বাবরের মুখে হাসি ফোটালেন হাসান আলীর মেয়ে

আজকের জন্মদিনের আনন্দটা দ্বিগুণ হতে পারত বাবর আজমের। কিন্তু তা না হয়ে উল্টো ২৯ বসন্তের দিনটা কঠিনই যাচ্ছে তাঁর। গতকাল বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনিসহ তাঁর দল। এসবের মধ্যে আবার বিরাট কোহলির কাছে জার্সি নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

এমন কঠিন সময়ে তাই হয়তো জন্মদিনের বিশেষ কোনো আয়োজনও রাখেননি বাবর। তাই বলে তাঁকে শুভেচ্ছা জানানো বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। প্রযুক্তির কল্যাণে অনেকে সামাজিক মাধ্যমে পাকিস্তানের অধিনায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু তাঁকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে ব্যতিক্রম একজন। আর সে হচ্ছে ২ বছর বয়সী ছোট্ট শিশু হেলেনা হাসান। পাকিস্তানি পেসার হাসান আলীর মেয়ে। 

বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের অধিনায়কের রুমের সামনে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করেন হেলেনা। ২৯ বছর বয়সী ব্যাটার দরজা খুললে হাতে ফুলের তোড়া দেন ছোট্ট শিশুটি। এরপর দ্রুত দৌড়ে চলে যায় সে। বাবর দুই হাত বাড়িয়ে হাসিমুখে ডাক দিলে সে ফিরে এসে আলিঙ্গন করে। পাকিস্তানি ব্যাটার তখন আদুরে চুমু এঁকে দেন ছোট্ট হেলেনার গালে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। 

ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন মোহাম্মদ নওয়াজও। পাকিস্তানি অলরাউন্ডার ক্যাপশনে লিখেছেন, ‘বাবর আজমকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে হাসান আলীর মেয়ে হেলেনা হাসান। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হয় না।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন