হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কোয়াডে যাঁরা থাকছেন

ক্রীড়া ডেস্ক

পুরোপুরি সুস্থ না হওয়ায় এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল। ভারত সুপার ফোরে খেলার সুযোগ পেলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এটা নিশ্চিত হতে কিছুটা সময় লাগলেও বিশ্বকাপের দলে উইকেটরক্ষক ব্যাটার থাকছেন এটা নিশ্চিত। 

গতকাল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপের চূড়ান্ত দল ঠিক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটি। এমনটিই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আজই আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই। 

বিশ্বকাপের দল চূড়ান্ত করতে প্রধান নির্বাচক অজিত আগারকার শ্রীলঙ্কা যান। গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে তাঁরা ১৫ জনের চূড়ান্ত দল ঠিক করেন। স্টান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়েছেন তাঁরা। সেই তিনজন হচ্ছেন—তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা ও স্টান্ডবাই সঞ্জু স্যামসন। 

এমনটা যদি সত্যি হয় তাহলে দুই উইকেটরক্ষক নিয়ে বিশ্বকাপ খেলবে ভারত। রাহুলের পরিবর্তে এশিয়া কাপের একাদশে সুযোগ পাওয়া ঈশান কিষান অপর উইকেটরক্ষক। গতকাল পরিত্যক্ত ম্যাচে দুর্দান্ত ব্যাটিংও করেছেন তিনি। দলের কঠিন সময়ে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। এতে কপাল পুড়তে পারে ঋষভ পন্তের। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই উইকেটরক্ষক চোটে না পড়লে ভারতের স্কোয়াডে নিঃসন্দেহে থাকতেন। 

ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধবেন শুবমান গিল। পরের ব্যাটিংয়ে অর্ডারে থাকছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদবরা। হার্দিক পান্ডিয়ার সঙ্গে অলরাউন্ডারে তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। পেস বোলিংয়ে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরের সঙ্গে জুটি বাঁধবেন চোট কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরা। স্কোয়াডে একমাত্র জেনুইন স্পিনার চায়নাম্যান কুলদীপ যাদব। 

আইসিসির কাছে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর। এতে করে পরে স্কোয়াড পরিবর্তনের সুযোগও থাকছে ভারতের সামনে। আগামী ৫ সেপ্টেম্বর প্রাথমিক দল ঘোষণার শেষ সময় হওয়ায় এই স্কোয়াডটি আজ ঘোষণা করতে পারে বিসিসিআই। আর বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর। 


ভারতের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড—
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন