হোম > খেলা > ক্রিকেট

তবু কি চোখ খুলবে না শান্তদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুশফিক এলবিডব্লু হওয়ার পর মার্করাম হয়তো তাঁকে বুঝাচ্ছেন মাঠ ছেড়ে যেতে। হতাশ হয়ে দাঁড়িয়ে তা দেখছেন অধিনায়ক শান্ত। ছবি: এএফপি

বাংলাদেশ দু্ই ইনিংস (৪৫.২‍+৪৪.৪) মিলিয়ে ব্যাটিং করেছে ৮৯ ওভার। টেস্টের এক দিনে সাধারণত খেলা হয়ে থাকে ৯০ ওভার। এ হিসাবে পুরো একটা দিনও ব্যাটিং করতে ব্যর্থ স্বাগতিকেরা। ফল—ইনিংস ও ২৭৩ রানের হার বাংলাদেশের। যেটি প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়।

টেস্টের তৃতীয় দিনেই ১৬ উইকেটের পতন এবং দুই দফায় বাংলাদেশ দলের অলআউট হওয়াটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচের বোলিং-বন্ধুতারই কথা বলে। কিন্তু এটা মোটেও বোলিং-বান্ধব ছিল না। প্রথম দিনের খেলা শেষেই সংবাদ সম্মেলনে পিচকে ব্যাটিং-বান্ধব আখ্যা দিয়েছিলেন কোচ ফিল সিমন্স। কোচ কেন ব্যাটিং পিচ বলেছেন, সেটি বোঝার জন্য ক্রিকেটীয় ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। শুধু একবার প্রোটিয়া ইনিংসের দিকে চোখ বোলালেই বোঝা যায়—

একই উইকেটে যখন ব্যাটিং করেছে বাংলাদেশ, মুড়ি-মুড়কির মতো উইকেট পড়েছে। একটু ভুলই হলো, পড়েছে নয়, উইকেট দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটাররা। দল যখন ধুঁকছে, যখন মরু ক্যাকটাসের মতো মাটি কামড়ে উইকেটে পড়ে থাকার কথা, তখন উইকেট দিয়ে আসছেন বাংলাদেশের ব্যাটাররা। তরুণেরা তো বটেই, পরীক্ষিত ব্যাটারও একই ভুল করেছেন। শট নির্বাচনে বাংলাদেশ ব্যাটারদের সমস্যা বহু পুরোনো। কোন সমস্যাটা নতুন! শট খেলায় ভুল বল বাছাই, বলের গুরুত্ব বুঝে খেলতে না পারা, বল না দেখেই শট খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলা—গত দুই দশকের বেশি সময় ধরে শুনে আসছেন বিদগ্ধ ক্রিকেটপ্রেমীরা। টেস্ট মর্যাদা পাওয়ার দুই যুগ পার হওয়ার পরও এসব শুনতে শুনতে কান ঝালাপালা। তবে এসব সমস্যার সঙ্গে এখন যুক্ত হয়েছে খেলোয়াড়দের মানসিকতা আর স্কিলের সমস্যা। গত ভারত সফরে একেক দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে কখনো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কখনোবা মেহেদী হাসান মিরাজ দলীয় খেলোয়াড়দের মানসিকতা এবং স্কিলে সমস্যার কথা শুনিয়েছেন। গতকালও একই কথা শোনালেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘মানসিকতা ও স্কিলে সমস্যা আমাদের, দুটোতেই আমাদের উন্নতি করতে হবে।’ সেখানে শান্ত আরও বলেছেন, ‘আমাদের অনেক কিছুতেই উন্নতি করতে হবে।’ মানসিকতা ও স্কিল—সেই ‘অনেক কিছু’র মধ্যেই পড়ছে। আর যা বলেননি, সেগুলো আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। উইকেটে এসেই ধৈর্য ধরা, ‘খেলবই’ সিদ্ধান্ত নিয়ে শট না নিয়ে বলের মেরিট বুঝে খেলা, অফ কিংবা লেগ স্টাম্পের বাইরের বল তাড়া না করে খেলার প্রবণতায় লাগাম টানা—এত দিন পরও কি ব্যাটারদের বলে দিতে হবে!

আগের দিন ওপেনার জাকির হাসান রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ব্যাকফুট পাঞ্চ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। আর দ্বিতীয় দিন তিনি যেটা করলেন, টেস্ট ক্রিকেটের ‘বেসিক’ বিবেচনায় সেটা অমার্জনীয় অপরাধ। চায়ের বিরতিতে যাওয়ার আগে শেষ বল। রেনেসানু মুথুসামিকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড। বলের লেংন্থ না বুঝেই ‘প্রিডিটারমাইন্ড’ শট খেলতে গিয়ে আত্মহনন! ক্রিকইনফোর বল বাই বল ধারাভাষ্যে লেখা হয়েছে, ‘সকালে এক সাক্ষাৎকারে ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেছিলেন, বাংলাদেশের ব্যাটারদের আরও কৌশলী হতে হবে। কেন বলেছেন, এটা তার একটা নমুনা।’

শুধু জাকিরের কথাই বলা হলো এখানে, ম্যাচ সচেতনতার মানদণ্ডে কমবেশি সব ব্যাটারকেই দাঁড় করানো যায় সমালোচনার কাঠগড়ায়। প্রশ্ন উঠতে পারে, তাহলে পাকিস্তানে সিরিজ কীভাবে জিতেছে দল? ব্যাটারদের ব্যর্থতা সেই সিরিজেও ছিল, যোগ হয়েছিল পাকিস্তান দলের ব্যর্থতাও। এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার উৎকর্ষতার বিপরীতে স্বাগতিকদের ব্যর্থতা আর ব্যর্থতা। ফল তো এমন বিব্রতকর হবেই।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন