Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

চোখের কোণে মাহমুদউল্লাহর জল ছলছল

নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে

চোখের কোণে মাহমুদউল্লাহর জল ছলছল

২০১৯ সালের ৩ নভেম্বর। সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল। শিবম দুবেকে মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মেরে ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

তবে সেই মাহমুদউল্লাহ আর বর্তমান মাহমুদউল্লাহর মধ্যে পার্থক্য অনেক। সময়ের সঙ্গে যেমন বয়স বেড়েছে, পারফরম্যান্সের ধারাবাহিকতাও কমে গেছে। আর তাই দিল্লির সেই স্টেডিয়ামেই, প্রায় ৩৯ বছর বয়সে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দিলেন তিনি। 

আজ সংবাদ সম্মেলনে তাঁর চোখ ছলছল, কণ্ঠ ভারী হয়ে আসছিল তাঁর। চোখের কোনে জমে থাকা জল অরুণ জেটলির মেঝেতে পড়েনি, তবে সেই জলের ফোঁটাগুলো যেন ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মতোই তিনি ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। 

অবসর নিয়ে মাহমুদউল্লাহ দিল্লিতে আজ বললেন, ‘বিদায় বেলায় আমার কোনো আফসোস নেই। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় নিজেকে থামানোর। আমি আগে থেকেই ভেবে এসেছি, এখানেই এই ঘোষণা দেবো। আমি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’ 

বিদায়ের নেওয়ার মুহূর্তে মাহমুদউল্লাহ স্মরণ করলেন তাঁর ক্যারিয়ারের সেরা সময় শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই অনবদ্য ইনিংস দুটি কথা, ‘ক্যারিয়ারে কতটা সফল হয়েছি তা আমি বলতে পারব না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেক সময় সফল হয়েছি, অনেক সময় হইনি। তবে এসব নিয়ে এখন আর ভাবছি না।’ 

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা

২২ টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই

আফগানদের অপেক্ষায় রেখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া