ক্রীড়া ডেস্ক
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছেন হ্যারি ব্রুক। ইংলিশ এই ব্যাটারের প্রশংসায় সরব হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। দুর্দান্ত সেঞ্চুরি করে ব্রুক এখন ‘কলকাতার রসগোল্লা’।
ইডেন গার্ডেনসে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রুক। ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। দুর্দান্ত এই সেঞ্চুরি করার পর হায়দরাবাদ তাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে। ভিডিওতে ছিলেন ব্রুক আর ছিল এক হাঁড়ি রসগোল্লা। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভারতীয় বাংলার অন্যতম জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’। হায়দরাবাদ ক্যাপশন দিয়েছে, ‘আমরা যা খেলি: ক্রিকেট বল আর হ্যারি যা দেখেন: রসগোল্লা।’
ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৮ রান করে হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ২০৫ রান করে কলকাতা। হায়দরাবাদের ২৩ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন ব্রুক।