ক্রীড়া ডেস্ক
চট্টগ্রাম টেস্টে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিনে নির্বিষ বোলিং, বিস্মিত করা রিভিউ, একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং—দুর্দশার সব চিত্রই দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। সমালোচনার তির ছুটে এলেও যেন ভাবান্তর নেই নাজমুল হোসেন শান্তদের মনে।
গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দিলেও সেটির ছিটেফোঁটাও দেখা যায়নি আজ। চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে পেয়েছে ৫৩১ রানের স্কোর সেখানে বাংলাদেশ অলআউট ১৭৮ রানে। এর আগে সিলেটেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকেরা।
কিন্তু লঙ্কানদের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ফিল্ডাররা যেন ‘হাতে তেল মেখে’ নেমেছিল। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু। গতকাল ক্যাচ ছাড়ার এই সংখ্যাটা ছিল ৭! সেই সুযোগটা ভালোমতোই কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে সফরকারী দল। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতই যেন চট্টগ্রাম টেস্ট হাত ফসকে যেতে বসেছে শান্তদের।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে স্লিপে ‘মাছ ধরার’ মতো তিন ফিল্ডারের ঘাসে লুটোপুটি দেখেও না হেসে পারেনি ক্রিকেট প্রেমীরা। এমনকি সেদিন শান্তর রিভিউ নেওয়া দেখেও ট্রল করেছে কলকাতা পুলিশ। বাউন্ডারি বাঁচাতে পাঁচ ফিল্ডারের দৌড়ের ঘটনাটি শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সময়, ইনিংসের ২১ তম ওভারের প্রথম বলে।