ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’