হোম > খেলা > ক্রিকেট

এবার হাত মেলালেন সৌরভ-কোহলি

ক্রীড়া ডেস্ক

অবশেষে একে অপরে হাত মেলালেন সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলি। গত মাসে ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের দুই কিংবদন্তি। গতকাল আর পুরোনো ভুলে পা দেননি তাঁরা।

এবারের আইপিএলে মাঠ ও মাঠের বাইরে—দুই জায়গাতেই আলোচনা-সমালোচনায় আছেন কোহলি। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দের সঙ্গে মুখেও আছেন বেশ দুরন্ত। গতকাল যেমন টুর্নামেন্টের প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি। তবে রেকর্ডের রাতে এবার নিজের মুখ চালাননি তিনি।

এতে করে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে সুন্দর একটি মুহূর্তের দেখা মিলল। গতকাল প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে হারার পর দিল্লির খেলোয়াড়সহ সব ম্যানেজমেন্টের সঙ্গে হাত মেলালেন কোহলি। সেদিনের মতোই ঠিক দিল্লির কোচ রিকি পন্টিংয়ের পেছনেই ছিলেন সৌরভ। কিন্তু গতকাল কোহলির সঙ্গে হাত মেলানোর সময় আসলে এড়িয়ে যাননি ভারতের সাবেক অধিনায়ক। শুধু হ্যান্ডশেকই করেননি, উত্তরসূরির কাঁধে হাত রেখে যেন বুঝিয়ে দিলেন, সবকিছু ভুলে গেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।

অনেক দিন ধরেই সৌরভ-কোহলির মধ্যে ঝামেলা ছিল। কিন্তু গত ১৫ এপ্রিল ম্যাচ শেষে দুজনে হ্যান্ডশেক না করে নিজেদের মধ্যে দ্বন্দ্বকে আরও গুরুতর করে তোলেন। এ ঘটনার পরে তো সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। গতকাল হাত মেলানোয় এখন দেখার বিষয়, সামাজিক মাধ্যমে একে অপরকে ফলো করেন কি না।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন