Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোল শ্রীলঙ্কার

 ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে উড়িয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোল শ্রীলঙ্কার
১৭ বছর পর হংকং ক্রিকেট সিক্সেসের শিরোপা জিতল শ্রীলঙ্কা। ছবি: ফেসবুক

হংকং ক্রিকেট সিক্সেসে শিরোপার জন্য হাহাকার চলছিল শ্রীলঙ্কার। অবশেষে মংককে আজ তাদের ফুরোল ১৭ বছরের অপেক্ষা। পাকিস্তানকে হারিয়ে ২০২৪ হংকং ক্রিকেট সিক্সেসের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

মংককের পড়ন্ত বিকেলে ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক লিহুরু মাদুশঙ্ক। তবে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও সেটা ঠিকমতো কাজে লাগাতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ৬ ওভারের আগেই ৫.৩ ওভারে ৭২ রানে শেষ ফাহিম আশরাফের নেতৃত্বাধীন পাকিস্তান। ৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করে লঙ্কানরা। ফাইনালসেরা হয়েছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এক ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেট নিয়েছেন।

টুর্নামেন্টসেরাও হয়েছেন আরেক লঙ্কান। থারিন্দু রত্নায়েকে সিরিজে ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট।তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। হংকং ক্রিকেট সিক্সেসে এটা লঙ্কানদের দ্বিতীয় শিরোপা। তাদের প্রথম শিরোপা এসেছিল ২০০৭ সালে। পাঁচবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এই নিয়ে ষষ্ঠবারের মতো হয়েছে রানার্সআপ।

দুটি সেমিফাইনাল, ফাইনাল তিনটি ম্যাচই গতকাল হয়েছে মংককে। সকালেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। মোহাম্মদ সাইফউদ্দিন-জিসান আলমদের নিয়ে গড়া বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা। এর আগে গত ১ নভেম্বর ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছিল লঙ্কানরা।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা