হোম > খেলা > ক্রিকেট

ভারতকে গুঁড়িয়ে ২২ বছরের রেকর্ডও ভাঙল অস্ট্রেলিয়া

 ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১২: ২১

ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।

সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।

নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।

২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার মাঠে ১৫০ বা তার বেশি রান তাড়া করে টেস্টে জয়ের সর্বোচ্চ ৫ রানরেট লক্ষ্য রানরেট দল প্রতিপক্ষ ভেন্যু সাল ১৬২ ৬ অস্ট্রেলিয়া ভারত সিডনি ২০২৫ ১৭২ ৫.৮৯ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে সিডনি ২০০৩ ১৬৮ ৫.১১ অস্ট্রেলিয়া ইংল্যান্ড অ্যাডিলেড ২০০৬ ২৮৭ ৪.৭৬ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিডনি ২০০৬ ১৯৮ ৪.৫৮ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিডনি ১৯১১

পাকিস্তানকে ধবলধোলাই করে ছাড়ল প্রোটিয়ারা

মানসিক স্বাস্থ্য ভালো নেই জাহানারার, তাঁকে ছাড়া দল ঘোষণা

দর্শকপূর্ণ স্টেডিয়াম, মন ভরাতে পারেনি সিলেটের খেলা

ব্যাটারের মাথার ওপর ৫০০ রুপির বান্ডিল উড়িয়ে দিলেন দর্শক