হোম > খেলা > ক্রিকেট

‘নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে দিয়েছেন ৬৩ রান। প্রথম ওয়ানডেতেও ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি এ বাঁহাতি পেসার। মোস্তাফিজের বাজে ফর্মের এই ধারাবাহিকতা শুধু এই সিরিজে নয়, অনেক দিন ধরেই লেগে আছে। 

শেষ ১৪ ইনিংসের আটটিতেই উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। সর্বশেষ ভারত সিরিজে ৩ ম্যাচে শিকার করেছিলেন কেবল ২ উইকেট। প্রধান পেসারের যখন বেহাল অবস্থা, তখন দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে। তবে ফর্ম হারালেও দলে সুযোগ পাচ্ছেন নিয়মিতই। 

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর মোস্তাফিজ অটো চয়েজ কি না, এ প্রশ্নেরই উত্তর দিতে হলো অধিনায়ক তামিম ইকবালকে, ‘অটো চয়েজ বলে কোনো কথা নেই, আমি অধিনায়ক তবু আমি অটো চয়েজ না। নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না। এটা ঠিক, আমাদের অনেক বিশ্বাস তার (মোস্তাফিজ) ওপর। ওর রক্ষণাত্মক দক্ষতা দারুণ। শুধু ওর উইকেট নেওয়ার দক্ষতাটা বাড়াতে হবে।’ 

বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘কোনো ক্রিকেটারই সব সময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে।’ 

তামিমও মনে করেন, একজন পেসার যদি উইকেটটেকার হয়, তাঁর জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। তামিম বলেছেন, ‘এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কি না। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভালো কিছু চাইব। যখন আমি মাত্র দুজন পেসার নিয়ে খেলব, তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ