হোম > খেলা > ক্রিকেট

টাকার জন্যই বিয়ে পিছিয়ে বিপিএল ফাইনাল খেলেছে মিলার, দাবি আকরামের

দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে তিন দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। তবে মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের নতুন ইনিংসটি আরও অনেক আগেই বাধার কথা ছিল। সেটা পারেননি বাংলাদেশে বিপিএলে খেলতে আসায়। 

তবে মিলারের দল ফরচুন বরিশাল ফাইনালে না উঠলে বিয়েটা পরিকল্পনা অনুযায়ীই হতো। দল ফাইনালে ওঠায় তাই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। এই সংবাদটা পুরোনো হলেও নতুন খবর হচ্ছে, বিয়ে পিছিয়ে দেওয়ার পেছনে মোটা অঙ্কের টাকা নাকি মূল কারণ ছিল। সরাসরি না বললেও এমনই দাবি করেছেন ওয়াসিম আকরাম। ক্রিকেটের টান থেকে নয়, ৩৪ বছর বয়সী ব্যাটার টাকার জন্যই বিয়ে পিছিয়েছেন সেটিই যেন বোঝাতে চেয়েছেন আকরাম। 

জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অর্থের ঝনঝনানি বেশি। এ কারণেই অনেকেই জাতীয় দলের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকছে। সেটা বোঝাতে গিয়েই মিলারের বিষয়টি টেনেছেন আকরাম। পাকিস্তানের এ স্পোর্টস টিভির জনপ্রিয় প্রোগ্রাম ‘দ্য প্যাভিলিয়নে’ তিনি বলেছেন, ‘আজ (গতকাল) একটা তথ্য জানতে পেরেছি। কারণ আজ আমাদের আলোচনা হচ্ছিল বিপিএলের জয়ী দল নিয়ে। পিএসএল শুরু হওয়ায় বিপিএল দেখা হয়নি। জানতে পেরেছি, তিন ম্যাচের জন্য ডেভিড মিলার ১৫০০০০ মার্কিন ডলার প্রস্তাব পেয়েছিল। আর এ কারণেই নাকি সে বিয়ে পিছিয়ে দিয়েছে।’ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা। 

দীর্ঘদিনের বান্ধবী হ্যারিসের সঙ্গে ৩ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল মিলারের। তাই বিপিএলের প্লে অফের ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা ছিল মিলারের। কিন্তু দল ফাইনালে ওঠায় তাঁকে ছাড়েনি বরিশাল। পরে সেই বিয়ে তাঁরা করেন ১০ মার্চ। কারণ, ১ মার্চ বিপিএলের ফাইনাল খেলেই বিয়ে করতে হয়তো চাননি তিনি। সে যাই হোক শ্রেষ্ঠত্বের মঞ্চে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন হয় তাঁর দল। তিন ম্যাচ খেলে মিলার করেছিলেন ৪৭ রান।

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর