Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

চারে ৪০১ বুমরার

চারে ৪০১ বুমরার

তিন সংস্করণে বল হাতে সেরা সময় পার করছেন জসপ্রীত বুমরা। চেন্নাই টেস্টেও নিজের ছন্দ ধরে রেখেছেন এই পেসার। অসাধারণ বোলিংয়ে নিয়েছেন বাংলাদেশের চারটি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা পৌঁছে গেছেন ৪০১ উইকেটে। 

 ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৩ উইকেট দরকার ছিল বুমরার। বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারে হাসান মাহমুদকে ফিরিয়ে সেই কীর্তি অর্জন করেন ৩০ বছর বয়সী এই পেসার। 

 ২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার। চার শ উইকেট নিতে তাঁর লেগেছে ১৯৬ ম্যাচ ও ২২৭ ইনিংস। ভারতের দশম বোলার এবং ষষ্ঠ পেসার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। 

এখন পর্যন্ত টেস্টে ১৫৯, ওয়ানডেতে ১৪৯ ও টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন বুমরা। টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার। তার ইকোনমি রেট ৩.৭৯ ও বোলিং গড় ২১.০১। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট নিয়েছেন—এমন পেসারদের মধ্যে বুমরার বোলিং গড় এখন দ্বিতীয় সেরা। ২০.২০ গড় নিয়ে সবার ওপরে জোয়েল গার্নার। 

ভারতীয় পেসারদের মধ্যে প্রথম ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলকে পৌঁছান ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তারপর কপিল দেব, জহির খান, জাভাগল শ্রীনাথ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, অনিল কুম্বলে, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একই কীর্তি গড়েন। 

আজ চিপকে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, হাসান ও তাসকিন আহমেদের উইকেট নিয়েছেন বুমরা। এক দিনেই ১৭ উইকেট পড়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে! এই মাঠে কোনো টেস্টে এর আগে এক দিনে এত উইকেট পড়েনি। চিপকে বিরল রেকর্ডের দিনে চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে ভারতের লিড হলো ৩০৮ রান।

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত