আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর আজম। গত বছরের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বেছে নিতে মোট চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেখানে সাকিব আল হাসান, পল স্টার্লিং ও ইয়ানেমান মালানকে টপকে বর্ষসেরার স্বীকৃতি পেলেন বাবর। ২০২১ সালে খুব বেশি ওয়ানডে না খেললেও ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন পাকিস্তান অধিনায়ক।
২০২১ সালে বাবর মোট ছয়টি ওয়ানডে খেলেন। রান করেছেন ৪০৫। গড় ৬৭.৫০। এর মধ্যে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি রয়েছে। গত বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজেই উজ্জ্বল ছিলেন বাবর। সেটারই পুরস্কার পেলেন বর্ষসেরার স্বীকৃতি পেয়ে।