নুরুল হাসান হোসনকে অধিনায়ক করে জিম্বাবুয়ে সফরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে আছেন পারভেজ হোসেন ইমন ও পেসার হাসান মাহমুদ।
আজ রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজমেন্টের সভা শেষে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় নতুন অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
টি-টোয়েন্টি দল: মুনিম, বিজয়, লিটন, আফিফ, সোহান (অধিনায়ক), মেহেদী, নাসুম, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, হাসান, সৈকত, শান্ত, মিরাজ, ইমন।
ওয়ানডে দল: তামিম (অধিনায়ক), লিটন, বিজয়, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, সোহান, মিরাজ, নাসুম, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, হাসান, শান্ত, সৈকত, তাইজুল।