হোম > খেলা > ক্রিকেট

ওয়ার্নারের শততম টেস্টে বড় ব্যবধানের জয় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

প্রথম টেস্টের মতো অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গ্যাবায় ৬ উইকেটে হারলেও এবার আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে তারা। এ জয়ে তিন টেস্টের সিরিজে এক টেস্ট হাতে রেখেই ২-০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারতে যাচ্ছে সেই আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ঘোষণার সময়ই। চতুর্থ দিনে এসে তার প্রমাণ পাওয়া গেল।

টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রানে।

শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়ছেন ডেভিড ওয়ার্নার। টেস্টটিকে স্মরণীয় করেছেন ডাবল সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। আর শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় তিনি। ২৫৫ বলে কাটায় কাটায় ২০০ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি। এমন অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ব্যাটার। এ ছাড়া আরও চার অস্ট্রেলিয়া ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে উইকেটরক্ষক আলেক্স ক্যারি ১১১ রানের ইনিংস খেলেছেন।

৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সারেল এরউইয়িকে আউট করে শুরুটা করেন মিচেল স্টার্ক। পরে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

পঞ্চম উইকেটে কাইল ভেরেইনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ভেরেইনকে এলবিডব্লিউ করে তাঁদের ৬৩ রানের জুটি ভাঙেন স্কট বোলান্ড। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন বাভুমা। 

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন