ক্রীড়া ডেস্ক
সৌম্য সরকার চোটে না পড়লে ব্যাটিংয়ে দেখা যেত না তানজিদ হাসান তামিমকে। তবে কনকাশন বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এই বাঁহাতি ওপেনার। চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় সতীর্থদের বিদায়ের মাঝে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ।
শুরুতে তানজিদের এই ইনিংসের পর বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিশাদ হোসেন। তিনি যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের রান তখন ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৮। জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পরের ২৫ বলের মধ্যে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। যার মধ্যে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ৩৯তম ওভারে টানা দুই ছয় ও টানা তিন চারে নিয়েছেন ২৪ রান।
১৮ বলে রিশাদের অপরাজিত ৪৮ রানের ইনিংসটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। আর তাঁর এই ইনিংসকে ১০-এ ২০ দিয়েছেন তানজিদ। আজ ম্যাচ শেষে চট্টগ্রামে বিসিবির ফেসবুকে পেজে প্রচারিত সাক্ষাৎকারে রিশাদের এ ইনিংসকে তিনি মূল্যায়ন করেছেন এভাবে, ‘১০-এ ২০ দেব। ওই সময়ে যে ইনিংস খেলেছে, ওই বিধ্বংসী ইনিংসে আমাদের জয় সহজ হয়ে গেছে।’
রিশাদের ইনিংসকে তানজিদ ১০-এ ২০ দিলেও রিশাদ তাঁর সতীর্থের ইনিংসকে দিয়েছেন ১০-এ ১০। তানজিদের ইনিংসকে কত দেবেন এই প্রশ্নে রিশাদ বলেন, ‘১০-এ ১০ দেব।’
সৌম্যের বদলি হিসেবে সুযোগ পান তানজিদ। শুরুতে যখন তাঁকে ব্যাটিংয়ে নামতে বলা হয় সেটি বিশ্বাস করতে চাননি তিনি। মনে করেছিলেন মজা করছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি লাঞ্চ করতেছিলমা। ওই সময় কোচ এসে বললেন কনকাশন হিসেবে ব্যাটিং করতে হবে। আমি সেটা প্রথমে সিরিয়াসলি নিইনি। আমি মনে করছি, মজা করতেছে। তবে পরে সিরিয়াসলি বলল, আমাকে ব্যাটিংয়ে যেতে হবে।’