হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিঠুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে নামছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। চার দিনের ম্যাচ দিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এ’ দল ও এইচপি দলের মধ্যে সিরিজ। পারিবারিক কারণে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি অধিনায়ক মুমিনুল হক খেলবেন না আগেই জানা ছিল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

মিঠুনকে অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুমিনুল প্রথম চার দিনের ম্যাচটি খেলবে না। সে দ্বিতীয় চার দিনের ম্যাচ দিয়ে ফিরবে। প্রথম ম্যাচে মিঠুন অধিনায়কত্ব করবে।’ মা করোনা আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে এই অলরাউন্ডার খেলবেন না, পরের ম্যাচগুলো খেলবেন কিনা সেটিও অনিশ্চিত।

সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। মুশফিকুর রহিম এ দলের হয়ে খেলতে চাওয়ায় অবশ্য একদিনের ম্যাচের প্রথম দুটির সূচি বদল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। শেষ ম্যাচটি হওয়ার কথা ৪ অক্টোবর।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন