হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড ক্রিকেটারের ভিসা আটকাল ভারত

ক্রীড়া ডেস্ক    

সাকিব মাহমুদ। ছবি: সংগৃহীত

ভারত সফরে ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে আগেও জটিলতা হয়েছিল। আবারও ভিসা জটিলতা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে। পেসার সাকিব মাহমুদকে ভিসা দিতে দেরি করছে ভারত।

গত বছর শোয়েব বশিরকে ভিসা দিতে দেরি করেছিল তারা। এ কারণে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি। টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে এটি নিয়ে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল।

আদিল রশিদ, শোয়েব বশির, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ—ইংল্যান্ডের ক্রিকেটার হলেও পাকিস্তানি বংশোদ্ভূত তাঁরা। আগামী শুক্রবার ভারতে সফরে যাবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কলকাতার ইডেন গার্ডেনে হবে প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন সাকিব।

সংযুক্ত আরব আমিরাতে কয়েক দিনের ক্যাম্প করছেন ইংল্যান্ডের পেসাররা। শুক্রবার তাঁরা ভারতে যাবেন। সাকিবের ভিসা জটিলতার সমাধান হয়নি এখনো। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, শুক্রবারের আগে সমাধান হয়ে যাবে সাকিবের ইস্যু। ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান অবশ্য ভারতের ভিসা পেয়েছে বলে জানা গেছে ক্রিকইনফোর প্রতিবেদনে। ভারতের ভিসা পাওয়ার আবেদন সঙ্গে শাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় তিনি আরব আমিরাতে জেসন অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্পে অংশ নিতে পারেননি। সাকিব ইংল্যান্ডের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন। তবে ভারত সফরে এবারই প্রথম যাবেন।

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর