নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
বিশ্বকাপে ব্যর্থতার পর মিরপুরে বিসিবির কার্যালয় বেশ কদিন ছিল নিষ্প্রাণ। দেশে ফিরে খেলোয়াড়-কোচিং স্টাফরা মিডিয়ার সামনেও আসেননি। বিশ্বকাপ চলাকালীনও টিম ম্যানেজমেন্টের ছিল নানা বিধিনিষেধ। ২০২৩ বিশ্বকাপে পারফরম্যান্সের চেয়ে বিতর্ককে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, যার প্রভাব পড়েছিল মাঠের খেলায়।
বিশ্বকাপ শেষে বিসিবি অবশ্য ব্যর্থতার কারণ ব্যাখ্যা চেয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছে। ইতিমধ্যে তারা বিসিবির কাছে ব্যাখ্যা দিয়েছে বলেও জানা গেছে। তবে এতটুকুর মধ্যে সন্তুষ্ট নয় বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে তারা।
কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক। এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে বাকি দুই সদস্য হলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিসিবি জানিয়েছে, এই কমিটির উদ্দেশ্য হলো বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং তদন্তের পর বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করা।
বিশ্বকাপ দলে তামিম ইকবালের সুযোগ না পাওয়া, ভারতে যাওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসানের বিস্ফোরক সাক্ষাৎকার, বিশ্বকাপ চলাকালীন কোচিং স্টাফদের দ্বন্দ্ব এবং প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে উঠেছে ক্রিকেটারদের সঙ্গে স্বৈরাচারী আচরণের অভিযোগও।