Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সীমান্ত স্টেডিয়ামের প্রস্তাব, এক দরজা পাকিস্তানে, আরেক দরজা ভারতে

ক্রীড়া ডেস্ক   

সীমান্ত স্টেডিয়ামের প্রস্তাব, এক দরজা পাকিস্তানে, আরেক দরজা ভারতে
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না প্রায় এক যুগ ধরে। দল দুটির লড়াই মানে ক্রিকেটপ্রেমীদের দুই ভাগ হয়ে যাওয়া। থাকবে আলাদা উত্তেজনা, রোমাঞ্চ কথার লড়াই। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে এখন আর তাদের সিরিজ হয় না। তা-ই নয়, আইসিসি ও এসিসির ইভেন্টেও ভারত-পাকিস্তান দল একে অপরের দেশে সফর করতে চায় না।

এই সমস্যা নিরসনে একটি প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদের। সীমান্ত স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়েও ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে আইসিসি একটা সমাধান দিলেও সেটি বেশ আদর্শ বলারও সুযোগ নেই। ভারতীয় ক্রিকেট দল যাবে না পাকিস্তান সফরে।

আইসিসি ও এসিসি ইভেন্টে পাকিস্তান ভারতে খেলতে গেলেও, নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে ভারত পাকিস্তানে না যাওয়ার কারণে আয়োজক ও খেলা সম্প্রচারকারী টিভি চ্যানেলকে পড়তে হয় নানা জটিলতায়। এর মধ্যেই পাকিস্তানের শেহজাদ দিয়েছেন এক অভিনব প্রস্তাব। তাঁর মতে, ভারত-পাকিস্তানের খেলার জন্য সীমান্তে একটি স্টেডিয়াম নির্মাণ করা উচিত। ইউটিউবার নাদির আলীর পডকাস্টে শেহজাদ বলেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিকে থাকবে, আরেকটি পাকিস্তানের দিকে। ভারতীয় খেলোয়াড়েরা তাদের গেট দিয়ে প্রবেশ করবে, আমাদের খেলোয়াড়েরা আমাদের দিক দিয়ে। এভাবেই খেলা হতে পারে।’

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসির সব ইভেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। পুরুষ ও নারী ক্রিকেটের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। শেহজাদ অবশ্য মনে করেন, এ পরিকল্পনাও হয়তো ভারতকে সন্তুষ্ট করবে না। তিনি বলেন, ‘আমার ধারণা, এরপরও বিসিসিআই এবং ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, আমাদের খেলোয়াড়েরা মাঠের পাকিস্তানি অংশে গেলে ভিসা দেওয়া হবে না।’

আইসিসি খসড়া সূচি অনুযায়ী, আট দলের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, চলবে ৯ মার্চ পর্যন্ত। গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই গ্রুপে তাদের সঙ্গে আরও আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল ইংল্যান্ডে। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা