টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল তো দূরে থাক, রিজার্ভ দলেও জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নাজমুল হোসেন শান্ত, নাজমুল হাসান পাপন—সাইফউদ্দিনকে নিয়ে প্রশ্ন এসেছে সবার কাছে। পাপন উত্তর দিয়েছেন একটু কৌশলেই।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী সাইফউদ্দিন। চোটে পড়া তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপে সহ অধিনায়ক থাকছেন তিনি। অধিনায়ক শান্ত, সহ অধিনায়ক তাসকিন, কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্যান্য ক্রিকেটাররা
যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে আজ দুপুরে কোট-টাই পড়ে ফটোসেশন করেছেন। ভাগ্যের নির্মম পরিহাস এই যে এখানে সাইফউদ্দিনের থাকার সম্ভাবনা ছিল বেশি। নিজে না থাকলেও ফটোসেশনের ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’ পোস্টের পরে প্রার্থনা করা ও লাভ ইমোজি দিয়েছেন। সাইফউদ্দিনের প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের পাপন বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে আপনার এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থূল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’
হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব—বাংলাদেশের এই দুই ক্রিকেটার যাচ্ছেন রিজার্ভ হিসেবে। পাপনের ধারণা, কেউ চোটে পড়লে বিকল্প হিসেবেই হাসানকে নেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি বলেন, ‘আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না। তারপরও আমি বলছি, যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’