নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।
কোনো স্ট্যান্ডের ওপর রাখা ট্রফির ওপর থেকে পর্দা সরিয়ে উন্মোচন নয়। মঞ্চের ওপর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস দাঁড়িয়ে ছিলেন বটে কিন্তু সেখানে কোনো ট্রফি ছিল না। প্রযুক্তি ও পেশাদারির ছোঁয়ায় স্বয়ংক্রিয়ভাবে সেই ট্রফি উঠে এলো মঞ্চে। ট্রফি যখন পুরোপুরি দৃষ্টিগোচর হলো মঞ্চে উড়তে থাকল হাজার কনফেত্তি! বাংলাদেশে এভাবে ট্রফি উন্মোচন অনেক নতুনই বলতে হয়।
এই ট্রফি জিততে জিততে চান জ্যোতি, সেটাও প্রতিপক্ষকে ধবলধোলাই করে। সে চাওয়ার কথা বললেন সংবাদ সম্মেলনে, ‘আমাদের লক্ষ্য ৩–০ ব্যবধানে সিরিজ জয়। সাম্প্রতিক সময়ে আমাদের পারফরম্যান্স আশানুরূপ না হলেও তা নিয়ে ভাবার সময় নেই। ঘরের মাঠে আমরা নিজেদের সেরাটা দিতে চাই। দলে অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে। শারমিন আক্তার সুপ্তা অনেক দিন পর দলে ফিরেছে এবং তার ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। আশা করি, এই সিরিজে সে ভালো করবে।’
জ্যোতি আরও বলেন, ‘সিরিজের আগে আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, যা আমাদের দল নির্বাচন ও পরিকল্পনা সাজাতে সহায়তা করেছে। যারা নিয়মিত ওয়ানডে খেলে, তাদের দায়িত্ব নিয়ে পারফর্ম করতে হবে। আমরা আত্মবিশ্বাসী যে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারব।’ সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘শুরুর দিকে ব্যাটিং লাইনআপ ভেঙে গেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। আধুনিক ক্রিকেটে এটি বড় সমস্যা। তবে এই সিরিজে ভালো করলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
সংবাদ সম্মেলনের পরই দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। অভিনব কায়দায় উন্মোচনের সময় দুই দলের অধিনায়কই ট্রফির দিকে তাকিয়ে হাসিমুখে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন।
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস, ‘বাংলাদেশে এসে খেলতে পারা সত্যিই রোমাঞ্চকর। এখানে এটিই আমার প্রথম সফর। বাংলাদেশ ঘরের মাঠে খুবই শক্তিশালী দল। তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে চাই। আশা করি, সিরিজটি আমাদের জন্য ইতিবাচক হবে।’
..................