হোম > খেলা > ক্রিকেট

দেড় বছরে দুটি বিশ্বকাপ জিততে চান বাবর

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।

বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র‍্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা। 

এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’ 

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান। 

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল