হোম > খেলা > ক্রিকেট

ঢাকায় অস্ট্রেলিয়া দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল ঢাকায় এসে পৌঁছেছে। আজ বিকেল ৪টার দিকে মিচেল স্টার্করা বার্বাডোজ থেকে ভাড়া করা বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। আগের পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে দ্রুতই তাঁরা টিম বাসে করে চলে আসেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের জৈব সুরক্ষাবলয়ে। 

রাজধানীর একই হোটেলে আজ সকালে জিম্বাবুয়ে থেকে ফিরে জৈব সুরক্ষাবলয়ে ঢুকেছে বাংলাদেশ দল। হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন শেষে মাঠের অনুশীলনে ফিরবে দুই দল। ৩ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টি–টোয়েন্টি। 

এবারের টি–টোয়েন্টি সিরিজটা একটু বেশিই আলোচিত হচ্ছে অস্ট্রেলিয়ার কঠিন কোয়ারেন্টিন শর্ত দেওয়ায়। যে শর্তের কারণে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিম–লিটন দাসের মতো খেলোয়াড়দের। অস্ট্রেলিয়া দলের সফরে এবার অন্য দলের সফর থেকে তিনটি পার্থক্য রয়েছে। প্রথমত, অস্ট্রেলিয়া দল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের জন্য করা হচ্ছে ‘বিশেষ ইমিগ্রেশন’-এর ব্যবস্থা। দ্বিতীয়টি, এক্সক্লুসিভ হোটেল ব্যবস্থাপনা। আর ম্যাচ অফিশিয়াল, সাপোর্ট স্টাফ, হোটেল ও পরিবহন স্টাফদের ১০ দিনের কোয়ারেন্টিন। যা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দলের সফরে ছিল না।

অস্ট্রেলিয়া দলের সফরকে ঘিরে মিরপুর স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থার করছে ঢাকা মহানগর পুলিশ। অস্ট্রেলিয়া দলকেও দেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ