কাছের লোকজন সংসদ সদস্য প্রার্থীর জন্য তাঁর নির্বাচনী এলাকায় ভোট চাইবেন, এ আর নতুন কী! কিন্তু প্রার্থী যখন সাকিব আল হাসান, অবাক হওয়ার থাকে বৈকি! সাকিবের নির্বাচনী এলাকায় তাঁর প্রচারণায় নেমেছেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও নাজমুল হোসেন অপুর মতো জাতীয় দলের ক্রিকেটাররা।
ভোটারদের কাছে সাকিবের দলীয় প্রতীক নৌকার লিফলেট বিতরণ করছেন সৌম্যরা। আর ভোট চেয়ে বেড়াচ্ছেন, ‘সকাল সকাল গিয়ে ভোটটা নৌকায় দিয়েন ভাই।’
নিউজিল্যান্ড থেকে গত পরশুই দেশে ফিরেছেন সৌম্য সরকার। দেশে ফিরেই সাকিবের প্রার্থিতার পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন। আজ দুপুরে মাগুরা শহরের কাঁচাবাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্য ও অন্য ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের কাছে পেয়ে অনেককে সেলফি তুলতেও দেখা যায়।