হোম > খেলা > ক্রিকেট

রোহিতকে ফিরিয়ে বিশ্বকাপে সাকিবের অনন্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাওয়ার প্লেতে বোলিং আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ১৫ রান দিয়েছেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে লং-অন দিয়ে ৯৭ মিটারের বিশাল ছক্কায় আছড়ে ফেললেন রোহিত শর্মা। তৃতীয় বলে আবার চার। পরের বলে আবারও রোহিত চেষ্টা করেন শট খেলার। তবে এবার আর সাকিব আল হাসানের থাবা থেকে বাঁচতে পারলেন না ভারতের অধিনায়ক।

ব্যাকওয়ার্ড পয়েন্টে বল উঠে গেছে অনেক ওপরে। দৌড়ে গিয়ে দারুণভাবে বল হাতে জমা করেছেন জাকের আলী অনিক। ১১ বলে ২৩ রান করা রোহিতকে ফিরিয়ে টি-বিশ্বকাপে অনন্য এক রেকর্ড পৌঁছে গেছেন সাকিব। কুড়ি ওভারের বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। এই রেকর্ড গড়তে তাঁর লেগেছে ৪০ ইনিংস।

যেখানে ওয়াসিম আকরামের সঙ্গে মিলে গেলেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ওয়াসিম আকরাম। টি-বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের চেয়ে ১১ উইকেট কম নিয়ে দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তাঁর শিকার ৩৪ ইনিংসে ৩৯ উইকেট। তিনে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ৩১ ইনিংসে ৩৮ উইকেট।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিবের ১৪৯ উইকেট। আর একটি উইকেট পেলে নিউজিল্যান্ডের টিম সাউদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকে ছুঁবেন সাকিব।

এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ৮.৪ ওভারে ৭৮ রান। বিরাট কোহলিকে ৩৭ ও সূর্যকুমার যাদবকে ৬ রানে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। অপরাজিত রয়েছেন শিবাম দুবে ও রিশভ পন্ত।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন