হোম > খেলা > ক্রিকেট

সেই জাঙ্গুকে নিয়ে ১৮ বছর পর পাকিস্তানে যাবে উইন্ডিজ

আমির জাঙ্গু। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি—এমন সৌভাগ্য খুব কম ক্রিকেটারের ভাগ্যেই ঘটে। আমির জাঙ্গু সেই বিরলদের একজন। গত ১২ ডিসেম্বর সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেই পান সেঞ্চুরি। অভিষেকেই ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে হারিয়ে দেন মেহেদী হাসান মিরাজদের।

৩২২ রানের লক্ষ্য দিয়েও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেই জাঙ্গু এবার প্রথমবার ডাক পেলেন টেস্ট দলেও। ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই শেষ সিরিজ ক্যারিবীয়দের।

উইন্ডিজের ১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। তবে চোটে পড়ে পুনর্বাসনে থাকায় জায়গা হয়নি পেসার শামার জোসেফের। আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ।

জাঙ্গু ও মোটি জায়গা পেলেন দুই পেসার শামার ও আলজারি জোসেফের জায়গায়। চোটে পড়ায় শামার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না। আর আরব আমিরাতে আইএলটি২০ খেলার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না আলজারি। তাঁর দলে না থাকাকে ‘অন্য ব্যস্ততা’ বলে উল্লেখ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

১৮ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার দেশটিতে ক্যারিবীয়রা সবশেষ টেস্ট খেলেছিল ২০০৬ সালের নভেম্বরে। অবশ্য পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজ এশিয়ার মাটিতে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০১৬ সালের অক্টোবরে, আরব আমিরাতে।

এবার পাকিস্তানের উদ্দেশ্যে উইন্ডিজ দেশ ছাড়তে ২ জানুয়ারি। ইসলামাবাদ পৌঁছাবে ৬ জানুয়ারি। করাচিতে ১৬ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর যাবে মুলতানে। সেখানে ২৪ জানুয়ারি খেলতে নামবে সিরিজের দ্বিতীয ও শেষ টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ অধিনায়ক), আলিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কেভম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, অ্যাডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়অর, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকেন।

বিসিবি সভাপতির কাছেও ব্যাটিং পজিশন ঠিক করার আবদার মিরাজের

ইমনের রেকর্ড ফিফটিতে শান্তদের ৪০ বলে খেলা শেষ

‘ধোনির আইপিএল থেকে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল’

আইপিএলে শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার, আর্চারের রসিকতা

দর্শকদের মারতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারের ঘটনায় মুখ খুলল পিসিবি

শান্ত-হৃদয়দের খেলাতে বিসিবিকে চিঠি

তামিমের জায়গায় যেভাবে মোহামেডান সামলাবেন হৃদয়

‘লিটনকে আগে দলে জায়গা পেতে হবে, তারপর অধিনায়কত্ব’

উন্নত চিকিৎসা করাতে সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

মেজাজ হারিয়ে দর্শকদের মারতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার