আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ শততম ম্যাচ খেলতে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের যাত্রা শুরু ২০০৬ সালের নভেম্বরে। এই আঙিনায় মাহমুদউল্লাহর অভিষেক আরও ১০ মাস পর, ২০০৭ সালের সেপ্টেম্বরে।