হোম > খেলা > ক্রিকেট

‘প্রথম শ্রেণির ক্রিকেটে পিকনিক হয়’ শুনলে কষ্ট লাগে জাকেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটের এখনো খেলা হয়নি জাকের আলী অনিকের। তাঁর সেই অপেক্ষার ইতি হতে পারে ভারত সফরে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাকেরকে নিয়ে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাওয়া ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে কী এই সিরিজ দিয়ে অভিষিক্ত হতে দেখা যাবে? 

হবিগঞ্জের উইকেটরক্ষক-ব্যাটার জাকের পাকিস্তানে ‘এ’ দলের সফর শেষে মিরপুরে ভারত সফরের জন্য প্রস্তুতি সারছেন। কয়েক দিন থেকেই সাদা বলের মাঝে লাল বলে দুই বেলার অনুশীলনে যুক্ত হয়েছেন তিনি। গতকাল টেস্ট দলে ডাক পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে প্রথম সাক্ষাতে জাকের জানালেন, সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলা জাকের এই ফরম্যাটে খেলা যে কত কঠিন সে প্রসঙ্গে বলেন, ‘আমার খুব কষ্ট লাগে, যখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পিকনিক করি। আমরা জানি, আমরা কতটা কষ্ট করি। দয়া করে এই কথাগুলো আর বইলেন না (সাংবাদিকদের উদ্দেশে)। আমার খুব দুঃখ হয়। ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। আমি জানি, কতটা কষ্ট হয় একেকটা রান করতে এই ফরম্যাটে।’ 

ভারত সফরের জন্য নিজেদের দলের শক্তির জায়গা নিয়ে জাকের বলেন, ‘শক্তির বিচারে ভারত ভালো দল। তবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে। আমাদের যখন ব্যাটিং খারাপ হয়, তখনই আমরা হারি। বোলাররা বেশির ভাগ সময় সমর্থন দেয়। ব্যাটিংটা যদি আমরা ভালো করি আমাদের জন্য ভালো হবে।’ 

আজ মিরপুরে সকাল সাড়ে ৮টা থেকে ভারত সিরিজের অনুশীলন চলছে। জুমার বিরতি দিয়ে বিকেলেও হবে অনুশীলন। দুই ভাগেই জাকের অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন। ভারত সিরিজের জন্য নিজের প্রস্তুতি প্রসঙ্গে এই উইকেটরক্ষক-ব্যাটার তাই বলেন, ‘শুরুতে সাদা বলে প্রস্তুতি নিচ্ছিলাম। এখন ফরম্যাট আলাদা হলো। দুই ফরম্যাটেই প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু মানসিক প্রস্তুতিটা পরিবর্তন করতে হবে ফরম্যাট অনুযায়ী।’ 

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই মিরপুরে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলছে ভারত সিরিজের জন্য প্রস্তুতি। বিসিবির স্থানীয় কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলসহ দেখা গেছে পেস বোলিং কোচ তারেক আজিজকে প্রস্তুতি ক্যাম্পে সময় দিতে। টেস্ট দলে ডাক পাওয়া জাকের অবশ্য কৃতিত্ব দিলেন তাঁর দেশীয় কোচদের, ‘সোহেল স্যার, বাবুল স্যার, খুব কষ্ট করে আমাদের প্রস্তুত করছেন। তাঁদের এ কাজটা থ্যাংঙ্কলেস। আমাদের প্রস্তুতিতে তাঁদের অবদান অনেক।’

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন