হোম > খেলা > ক্রিকেট

সৌম্যর কী হয়েছে, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ইনিংস মিলে সৌম্য সরকার করেছেন ২৬ রান। আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের পর আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেও রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ঢাকা ডমিনেটরসের এই ওপেনার। ফর্ম হারিয়ে জাতীয় দলে অনেক দিন অনিয়মিত সৌম্য। বিপিএলে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েও বারবার ব্যর্থতায় মুখ ঢাকছেন।

সৌম্যর আসলে কী হয়েছে, তিনি কী আবারও ফিরতে পারবেন? ঢাকার বিপক্ষে জয়ের পর এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। সৌম্যর একসময়ের গুরু বললেন, ‘অসম্ভব বলে তো কিছুই নাই! শেষ এক বছরে মুমিনুল হককেও কাছ থেকে দেখেছি। মুমিনুল যদি ফিরতে পারে, সৌম্যও পারবে। হয়তো তাকে একটু ভালোভাবে পরিচর্যা করতে হবে।’

সালাউদ্দিন বলেছেন, ‘কেউ তার দায়িত্ব নিতে হবে। কারণ, এই ধরনের ছেলেদের সঙ্গে কেউ থাকে না। তাকে একটা ভালো তদারকির মধ্যে থাকতে হবে। সে হয়তো সময় একটু বেশি নেয়, তার কিছু কৌশলে সমস্যা আছে। এগুলো যদি সে ভালোভাবে ঠিক করতে পারে, আমার মনে হয় তার পক্ষে ফেরা সম্ভব।’

ক্যারিয়ারের শুরুতে ক্রিকেটীয় প্রতিভার সবই জানান দিয়েছিলেন সৌম্য। হাঠাৎই ছন্দহীন হয়ে পড়েন এই বাঁহাতি ব্যাটার। কুমিল্লার কোচ বলেন, ‘যেহেতু আপনি (সৌম্য) একবার ইন্টারন্যাশনালে ভালো দাপট করেছেন, আপনি কখনো এটা ভুলে যাবেন না। সে হয়তো ভুলেওনি। কিন্তু হয়তো তার কিছু মানসিক সমস্যা হচ্ছে, কিছু কৌশলে সমস্যা হচ্ছে। তার পাশে কেউ না কেউ থাকতে হবে। তাকে লম্বা সময় দিতে হবে। আমার মনে হয় সে ফিরে আসতে পারবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ