Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

নারাইনের সব অস্ত্র আয়ত্ত করেছেন বাংলাদেশের এই রহস্য স্পিনার

লাইছ ত্বোহা, ঢাকা

নারাইনের সব অস্ত্র আয়ত্ত করেছেন বাংলাদেশের এই রহস্য স্পিনার

দেশের ক্রিকেটে তাঁর আবির্ভাব দুর্দান্ত এক রেকর্ড করে। পাঁচ বছর আগে বিপিএলে আলিস আল ইসলাম টি-টোয়েন্টি অভিষেকেই করলেন হ্যাটট্রিক। এই রেকর্ড আর কারও ছিল না। না ঘরোয়া টি-টোয়েন্টিতে, না আন্তর্জাতিক ম্যাচে। সেই রেকর্ডটা তিনি করলেন প্রতিপক্ষ রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা ও ফরহাদ রেজাকে আউট করে।

ঢাকা ডায়নামাইটসের হয়ে হ্যাটট্রিক করে হইচই ফেলে দেওয়া আলিসের পেশাদার ক্রিকেটে যত রঙিন অভিষেক হোক, এরপরই ধূসর মেঘ নেমে আসে তাঁর ক্যারিয়ারে। হ্যাটট্রিক ম্যাচের পর তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের লিখিত অভিযোগ করে রংপুর। অবশ্য সেবার নিজের চতুর্থ ম্যাচে হাঁটুর চোটে বিপিএল থেকেই ছিটকে যান। করাতে হয় অস্ত্রোপচার। সবকিছু শুধরে নিতে হারিয়ে গেল দুটি বছর। অতঃপর আবারও ফিরলেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আলিস খেলেছিলেন কোচ সালাহ উদ্দিনের দল প্রাইম ব্যাংকের হয়ে।

নেট বোলিং থেকে এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে সুযোগ পেয়ে বিপিএলের রঙিন মঞ্চে আবারও নজর কাড়লেন ‘মিস্ট্রি’ স্পিন দিয়ে। নিজের দ্বিতীয় ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। ২০১৯ বিপিএলে যখন আলোচনায় আসেন আলিস, মিস্ট্রি স্পিনারের তকমাটা তাঁর ছিল না। এবার ফিরেছেন টপ স্পিন, টার্ন, সুইং, সিম—কয়েকটি অস্ত্র আয়ত্ত করে। ৭ ম্যাচে ৬.৫৩ ইকোনমিতে শিকার ৯ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন, অজন্তা মেন্ডিস, সুনিল নারাইন, ইমাদ ওয়াসিম, হালের মহিশ তিকশানারা রহস্য স্পিনকে অন্য মাত্রায় নিয়ে গেছেন।

আধুনিক ক্রিকেটে রহস্য স্পিনার যেকোনো কোচেরই বড় অস্ত্র হতে পারেন। রহস্য ফাঁদে পাওয়ার প্লেতে উইকেট নিয়ে শুরুতেই চাপ তৈরি, মাঝপথে দারুণ ব্রেক-থ্রু দেওয়াই তাঁদের কাজ। এ কারণে আলিস দ্রুত নজর কেড়েছেন সবার। বিপিএলে তাঁর বোলিংয়ে মুগ্ধ বিসিবির নির্বাচকেরাও। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকও পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়ে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে ২৭ বছর বয়সী আলিস। গতকাল চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘প্রতিটি ক্রিকেটার এই স্বপ্ন দেখে। যখন খেলা শুরু করে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে সবাই। আমারও একই স্বপ্ন ছিল। সামনে যেন খেলার সুযোগ আসে, ভালো করতে পারি, এটাই আশা।’

দেশের ক্রিকেটে রহস্য স্পিনার নেই বললেই চলে। এ অভাব ঘোচাতে আলিস কাজ করেছেন দেশের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনের সঙ্গে। মিস্ট্রি বোলিং নিয়ে আলিস বললেন, ‘প্রথমে আইডিয়া নিজের মাথায় এমনি এসেছে। শুধু আইডিয়া হলেই তো হয় না, কার্যকারিতা বাড়াতে হয়। মাস্কো সাকিব একাডেমির সালাহ উদ্দিন স্যার ও হ‌ুমায়ূন কবির শাহিন স্যারের সঙ্গে কাজ করেছি। বোলিং, ভ্যারিয়েশন নিয়ে অনুশীলন করতে করতে আয়ত্ত করেছি।’

বোলিংয়ে আলিসের আদর্শ ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন। ২০১৯ বিপিএলে হ্যাটট্রিকের ম্যাচে অভিষেক টুপি পরিয়ে দেন নারাইনই। তাঁকে সামনেই আলিস দেখান ঘূর্ণি ভেলকি। উইন্ডিজ তারকার সব ডেলিভারি আয়ত্ত করেছেন আলিস, ‘হ্যাঁ সুনিল নারাইনকে অনুকরণ করি। মোটামুটি তাঁর প্রায় সব ডেলিভারি আয়ত্ত করেছি। তবে নিজের অস্ত্র গোপনই থাক।’

সাভারের বলিয়ারপুর থেকে উঠে আসা আলিসের লক্ষ্য এখন আন্তর্জাতিক ক্রিকেটে রঙিন ক্যারিয়ার শুরুর, ‘শ্রীলঙ্কা সিরিজে যদি সুযোগ পাই, ইনশা আল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখন বিপিএলে মনোযোগ যেন ভালোভাবে শেষ করতে পারি।’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত