হোম > খেলা > ক্রিকেট

লিটনের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বর থেকে সেরে ওঠায় আজ রাতে পাকিস্তান যাওয়ার কথা লিটন দাসের। রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি। তবে লিটনের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ ধানমন্ডিতে নিজ কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন পাপন। সেখানে এক সংবাদকর্মী লিটনের পাকিস্তান যাওয়ার ব্যাপারে তাঁর কাছে জানতে চান। এ সময় পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'

পাপনের কথায় পরিষ্কার নির্বাচকেরাও হয়তো তাঁকে কিছু জানাননি। পাপন এ ব্যাপারে আরও বলেন, 'এখানে তো নির্বাচকেরাও এসেছিল। ওরাও তো...।’ কথা অসমাপ্ত রেখে এ সময় বিসিবি সভাপতি বলেন, 'কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা...আমার কাছে একদম... (অবাক)।'

লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে পাপনের। তাঁর দাবি, তাঁরাও নাকি কিছু জানাননি। পাপন বলেন, 'আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ, রাজ্জাক, জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে এ ব্যাপারে বলেনি। এটা আমার জন্য নতুন কিছু।'

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন