খেলোয়াড়দের সঙ্গে চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের প্রেমকাহিনী একেবারে নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে একে অপরের জন্মদিনে শুভেচ্ছা জানানোও খুব পরিচিত দৃশ্য। তবে এবার ঋষভ পন্তের জন্মদিনে উর্বশী রাউটেলা যেন একটু ‘রহস্য’ করেছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে উর্বশী ‘শুভ জন্মদিন’ লিখে একটা ভিডিও ছেড়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের পোশাক পরে উড়ন্ত চুমু ছুড়ছেন তিনি। তবে ভিডিওতে কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী।
উর্বশী কারও নাম না বললেও ভক্তদের অনেকেই বুঝে গেছেন, জন্মদিনের শুভেচ্ছা ঋষভ পন্তকেই জানানো হয়েছে। কারণ আজ পন্ত ২৫ বছর পূর্ণ করেছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আমরা ঠিকই বুঝে গেছি।’ আরেকজন লিখেছেন, ‘আজ ঋষভ পন্তের জন্মদিন।’
এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ১১৯ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাটিং করেছেন পন্ত। ৩৫.১০ গড়ে ৩৮৯৭ রান করেছেন তিনি। রয়েছে ৬ সেঞ্চুরির ও ১৮ ফিফটি। এমনকি ২৫তম জন্মদিনের দিনই মাঠে নামতে পারেন এই বাঁহাতি ব্যাটার। মঙ্গলবার ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।