Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

চাপ সামলে যুক্তরাষ্ট্রের ওপর চড়াও বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

চাপ সামলে যুক্তরাষ্ট্রের ওপর চড়াও বাংলাদেশ

বড় হারে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শুরু হয় যুক্তরাষ্ট্রের। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ যুক্তরাষ্ট্রকে হারালে সুপার সিক্স নিশ্চিত হবে বাংলাদেশের। সেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ। 

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক রিশি রমেশ। শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। ওভারপ্রতি চারেরও কম রান থাকে বাংলাদেশের। এরই মধ্যে দলীয় ২৯ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। নবম ওভারের চতুর্থ বলে আদিলকে ফেরান আর্য গর্গ। ২৮ বলে ২ চারে ১৩ রান করেন আদিল।

প্রথম উইকেট পড়ার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। প্রথম ১০ ওভারে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৩৮ রান। এরপর ধীরে ধীরে রান তোলার গতি তুলনামূলক বেশি থাকে বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়েন রিজওয়ান ও শিবলি। ১৬তম ওভারের তৃতীয় বলে শিবলিকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিন নাদকার্নি। 

দুই ওপেনার আদিল ও শিবলি ফেরার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ২ উইকেটে ৬৭ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন আরিফুল ইসলাম। তবে আরিফুলের সঙ্গে জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি রিজওয়ানের। দলীয় ৯৪ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৩তম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ফেরান পার্থ প্যাটেল। তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আহরার আমিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৪ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ২৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন আহরার। অন্যদিকে ৬৫ বলে ৩ চারে ৫০ রানে অপরাজিত আছেন আরিফুল।

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার