নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেকে হারিয়ে খুঁজতে থাকা তামিম ইকবাল নিজের ফর্ম ফিরে পেয়েছেন। ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের জার্সিতে ছুটছে রানের ফোয়ারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আজ করেছেন দুর্দান্ত এক ফিফটি। তবে তাঁর ফিফটির দিনে প্রাইম ব্যাংক হেরেছে ৭৩ রানে।
এবারের ডিপিএলে তামিম যখন ফিফটি করেন তখন ধারাবাহিকভাবে করতে থাকেন। প্রথম তিন ম্যাচে সর্বসাকল্যে করেন ৩৯ রান। ফর্মে ফেরার শুরু এরপর থেকেই। রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ও মোহামেডানের বিপক্ষে টানা তিন ইনিংসে করেন ৬৭, ৫৪ ও ৬৫ রান। লিজেন্ডস অব রূপগঞ্জে অবশ্য ফিফটির ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি। আউট হয়েছেন ৩৫ রানে। তারপর পারটেক্স স্পোর্টিং ক্লাব, শেখ জামালের বিপক্ষে টানা দুই ম্যাচে আবার ফিফটি করেন তামিম। শেখ জামালের বিপক্ষে আজ ৭০ বলে ৬৯ রান করেছেন। টুর্নামেন্টে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে তামিম এখনো পর্যন্ত করেন ৪০৩ রান।
২৯৩ রানের লক্ষ্যে নামা প্রাইম ব্যাংকের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৩২ রানে। ছন্দে থাকা প্রাইম ব্যাংক ওপেনার পারভেজ হোসেন ইমনকে পঞ্চম ওভারের তৃতীয় বলে ফেরান রবিউল ইসলাম রবি। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করা ইমন স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শাহাদাত হোসেন দীপু। দীপুকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে দীপুকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রবি। ২৯ বলে ২ চারে ১৬ রান করেন দীপু।
দীপুর বিদায়ে প্রাইম ব্যাংকের স্কোর হয়ে যায় ১৫.৩ ওভারে ২ উইকেটে ৮৩ রান। একপ্রান্তে খেলতে থাকা তামিম এবারের ডিপিএলের পঞ্চম ফিফটির দেখা পেয়েছেন ১৮তম ওভারে। ফিফটি করতে লেগেছে ৫৩ বল। চারে নামা জাকির হাসান ও তামিম বেশ সাবলীল ব্যাটিং করতে থাকেন। তৃতীয় উইকেট জুটিতে তাঁরা (জাকির-তামিম) যোগ করেন ৫২ রান। তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। ২৬তম ওভারের তৃতীয় বলে সাইফ হাসানকে তুলে মারতে যান তামিম। এবার মিডঅফে ক্যাচ ধরেন সোহান।
তামিমের আউটের মাধ্যমেই প্রাইম ব্যাংকের ইনিংস তাসের ঘরের মতো ভাঙতে থাকে। এক পর্যায়ে প্রাইম ব্যাংক যেখানে ছিল ২ উইকেটে ১৩৫ রান, মুহূর্তে দলটি হয়ে যায় ৮ উইকেটে ১৯২ রান। যার মধ্যে ছিল জাকিরের উইকেটও। ৪৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন জাকির। ধ্বংসস্তূপের মধ্যে পাঁচ নম্বরে নামা মোহাম্মদ মিঠুন শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছেন। ৪৮ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন মিঠুন। এটা প্রাইম ব্যাংকের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ৪৪.১ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায় দলটি। রুবেল হোসেনকে বোল্ড করে প্রাইম ব্যাংকের ইনিংসের ইতি টানেন তাইবুর রহমান। শেখ জামালের সেরা বোলার টিপু সুলতান। ১০ ওভার বোলিংয়ে ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করে শেখ জামাল। ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেন সাইফ হাসান। ১২০ বলের ইনিংসে মেরেছেন ১২ চার ও ৩ ছক্কা। প্রাইম ব্যাংকের সেরা বোলার হাসান মাহমুদ।১০ ওভারে ৬৪ রানে ৩ উইকেট নেন।