হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডে যেখানে সব দলকে ছাড়িয়ে বাংলাদেশ

তৃতীয় দিনের শেষ ওভারের খেলা চলছে তখন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩২৮ ছাড়িয়ে বাংলাদেশের স্কোর ৩৯৬ রান। টিম সাউদির বলটা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করে দলের স্কোর ৪০০ রানের ঘরে নেন মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে গত পাঁচ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৪০০ ছাড়ানো তিনটি ইনিংস দেখল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর খাবি খাওয়ার ইতিহাস নতুন নয়। বড় সাক্ষী তো বাংলাদেশও। তাসমান পাড়ের দেশটি থেকে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সব কটিতে হারের তিক্ততা নিয়ে ফিরতে হয়েছে। সেখানে গত পাঁচ বছরে তিনটি ৪০০ ছাড়ানো ইনিংস একটু অবাক করা বটেই।

গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে অন্য দলগুলোর একটি মাত্র ৪০০ ছাড়ানো ইনিংস তথ্যটার মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। নিউজিল্যান্ডে বাংলাদেশের ৪০০ ছাড়ানো ইনিংস মোট চারটি। তবে গত পাঁচ বছরের হিসাবে প্রথমটি ২০১৭ সালে। ওয়েলিংটনে সেই টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংসের সমাপ্তি টেনেছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টেস্টটা হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ৪০০ ছাড়ানো ইনিংসটি ২০১৯ সালে পরের সফরে হ্যামিলটনে। দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়ে ৪২৯ রান করেও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ।

সর্বশেষটি তো এখনো তরতাজাই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তৃতীয় দিনে ৪০১ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এবারেরটিতে সুযোগ থাকছে আগের দুটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা শুধু রানের সংখ্যায় নয়, খেলার ফলেও। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বপ্নের মতো তিনটা দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এমন দাপট আগে কখনো দেখাতে পারেনি বাংলাদেশ। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ