Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    

বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি
রাওয়ালপিন্ডি টেস্টে লিটনের সেঞ্চুরি বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল। ছবি: এএফপি

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। পাঁচ ইনিংসের এই তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের একটি সেঞ্চুরি। গত বছরের আগস্টে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২২৮ বলে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের বিপর্যয়ে ঢাল হয়ে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করেছি অতিথিরা।

লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ে লিটনের পাশাপাশি নাম রয়েছে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের।

ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে অনেক রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে পোপের ১৯৬ রানের ইনিংসে লিড নেয় ইংল্যান্ড। পরে ম্যাচটি ২৮ রানে জিতেছিল তারা। ম্যাচসেরাও হয়েছিলেন পোপ।

ইংল্যান্ডের বিপক্ষে একই সিরিজে জয়সাওয়ালের দ্বিতীয় টেস্টে করেছিলেন ২০৯ রান। সেটিও পেয়েছে মনোনয়ন। মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত