ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।