Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে বেকায়দায় কোহলি

ক্রীড়া ডেস্ক    

নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে বেকায়দায় কোহলি

সমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।

ব্রিসবেন থেকে মেলবোর্ন বিমানবন্দরে কোহলি পৌঁছেছেন শুক্রবার। এত বড় ক্রিকেটার দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই তাঁকে খুঁজে নেবে। ন্যাট ইয়োনাদিস নামে এক নারী ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করার পরই তেলেবেগুনে জ্বলে উঠলেন কোহলি। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় ব্যাটারকে নিয়ে ক্ষোভ ঝেরেছেন নাইন নিউজের এক সাংবাদিক। ডেইলি মেইলের বরাত দিয়ে জোনস বলেছেন,‘ন্যাট সেখানে একজন ক্যামেরাপার্সনসহ ছিলেন। চ্যানেল সেভেনের একজন সাংবাদিক তাঁর ক্যামেরাপার্সনসহ গিয়েছেন। তাঁদের প্রতিদিনের কাজকর্ম করতেই বিমানবন্দরে গিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়, যে কেউ থাকতে পারেন। তিনি বিরাট কোহলি বলেই এভাবে ক্ষোভ ঝেরেছেন। কারণ, ক্যামেরা তাঁর (কোহলি) দিকেই ফোকাস করা ছিল।’

কোহলির সঙ্গে ঘটনা কী ঘটেছে, সেটা রেকর্ড করেছিল চ্যানেল সেভেন। সেই ভিডিও ফুটেজ পুরোটা দেখে জোনস বলেন,‘ঠিক আছে। আপনি ব্যাটিং তারকা। বিশ্ব ক্রিকেটের মহাতারকা। তাঁর (কোহলি) দিকেই সবার নজর ছিল বলে এমনটা করেছেন। ফুটেজটা দেখে যা বুঝলাম দুই জন ক্যামেরাপার্সন ও চ্যানেল সেভেনের এক সাংবাদিক-তিন জনের দিকেই তিনি (কোহলি) ঘুরছিলেন।’

পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করে মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের ওপর কোহলি খেপে গিয়েছিলেন বলে জানা গেছে। নারী ক্যামেরাপারসনের সঙ্গে কড়া সুরে কথা বলতে দেখা গেছে কোহলিকে। চুপ করে থাকেননি নাইন নিউজের সেই ক্যামেরাপারসনও। সেই নারী ক্যামেরাপারসন অনুমতি ছাড়া কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছেন।

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা