Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের জন্মদিনে যে নিয়ম নিয়ে চটেছেন রোহিত

ক্রীড়া ডেস্ক

আইপিএলের জন্মদিনে যে নিয়ম নিয়ে চটেছেন রোহিত

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের অবসরের পর একজন পেস অলরাউন্ডার পাওয়ার আশায় প্রহর গুনছিল ভারত। এতটাই যে ইরফান পাঠানের মতো দুর্দান্ত এক বাঁহাতি পেসারকে অলরাউন্ডার বানাতে গিয়ে তাঁর ক্যারিয়ার অনেকটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। 

সেই ভারত দলই এখন নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এমন এক নিয়ম চালু করেছে, যার ভয়ানক পরিণতি ভোগ করছেন অলরাউন্ডাররা। ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের কারণে অলরাউন্ডাররা বোলিংয়ের সুযোগ পাচ্ছেন কম। বিষয়টা যে উদীয়মান অলরাউন্ডারদের মনে বিরূপ প্রভাব ফেলছে, তা গভীরভাবে অনুধাবন করেছেন রোহিত শর্মা। 

‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের তাই সমালোচনা করছেন রোহিত। সমালোচনাও এমন দিনে করলেন, যেদিন আইপিএলের ১৭তম বর্ষপূর্তি। আজকের দিনেই ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বার উন্মোচন হয়েছিল। ১৭ বছরের পথচলায় অনেক নিয়মই যোগ-বিয়োগ করা হয়েছে টুর্নামেন্টে। গত বছর তারই ধারাবাহিকতায় ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়ম চালু করেছিল আইপিএল। 

ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে নিয়মটি নিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমি ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মের ভক্ত নই। এটি অলরাউন্ডারদের মূল্য কমিয়ে দিচ্ছে। ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবের মতো অলরাউন্ডাররা এবারের টুর্নামেন্টে বোলিং করার সুযোগ পাচ্ছে না, যা আমাদের জন্য অনুপযোগী। ভক্তদের বিনোদন দেওয়ার জন্য এটি চালু হয়েছিল। ক্রিকেট ১১ জনের খেলা। ১২ জন খেলোয়াড়কে খেলার অংশ হতে দেওয়া ঠিক নয়।’ 

‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের কারণে আইপিএলে এবার খাঁটি অলরাউন্ডাররা বোলিং করার সুযোগ পাচ্ছে না। কেননা, তাঁদের কাজটা একজন স্বীকৃত ব্যাটার ও বোলারকে দিয়েই করানো যাচ্ছে। এই নিয়মে একটা দল যেকোনো সময় একজন খেলোয়াড় বদলি হিসেবে একজন ব্যাটার বা বোলার নামাতে পারছে।

ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি, বিতর্কে নতুন মোড় দিলেন কামিন্স

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ইংল্যান্ডকে আবারও চমকে দিতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ