Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘কোহলিকে দেখে ঈর্ষা করেন গম্ভীর’

ক্রীড়া ডেস্ক

‘কোহলিকে দেখে ঈর্ষা করেন গম্ভীর’

২০২৩ আইপিএল শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেছে। সেই আইপিএলের অন্যতম আলোচিত বিষয় ‘বিরাট কোহলি-গৌতম গম্ভীরের ঝগড়া’ নিয়ে আলোচনা তো কম হয়নি। পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ঝগড়ার প্রসঙ্গ আবারও টেনে এনেছেন। 

গত ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারের সময় লক্ষ্ণৌর দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। ম্যাচ শেষে করমর্দনের সময় আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। তখন সমস্যার সমাধান না করে কোহলির উদ্দেশে কড়া কথা বলেন গম্ভীর। যেখানে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শক। 

কোহলির সঙ্গে গম্ভীরের এমন আচরণ করা ঠিক হয়নি বলে মনে করেন শেহজাদ। পাকিস্তানি এই ব্যাটারের মতে, কোহলির প্রতি ঈর্ষার কারণেই এমনটা করেন গম্ভীর। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ সেঞ্চুরি করেছেন কোহলি। আইপিএলেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। আর দুর্দান্ত কোনো ইনিংস খেললে শুরু হয় কোহলি-বন্দনা। নাদির আলি পডকাস্টে শেহজাদ বলেন, ‘আমি যা দেখেছি, তাতে খুবই খারাপ লেগেছে। আফগানিস্তানের খেলোয়াড় (নাভিন) ও বিরাট কোহলির মধ্যে কী হয়েছে তা আমি বুঝতে পেরেছি। এমনটা হয়েই থাকে। তবে এটা বোঝা যাচ্ছে না গম্ভীর কেন নিজ দেশের খেলোয়াড়ের সঙ্গে ঝগড়ায় জড়াবেন। তিনি (কোহলি) এখন বিশ্বের সেরা খেলোয়াড়। কোহলির সঙ্গে তিনি যে আচরণ করলেন তা মোটেই যথার্থ না। এতে বোঝা গেল গম্ভীর ঈর্ষান্বিত হয়েই এমনটা করেছেন।’ 

এর আগে ২০১৩ আইপিএলেও ঝগড়ায় জড়িয়েছিলেন কোহলি-গম্ভীর। ২০১৩-এর ১১ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির বলে ক্যাচ আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্যবিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে এসেছিলেন কলকাতায় তাঁরই সতীর্থ রজত ভাটিয়া।

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

কেন সাংবাদিকদের গুজব ছড়াতে নিষেধ করলেন রোহিত

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি