Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বোর্ডার-ওয়াহ-পন্টিংদের পাশে স্মিথ

ক্রীড়া ডেস্ক    

বোর্ডার-ওয়াহ-পন্টিংদের পাশে স্মিথ
২০৫ ইনিংস খেলে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। ছবি: এএফপি

গল টেস্টে ব্যাট হাতে নামার আগে স্টিভেন স্মিথের নামের পাশে ছিল ৯৯৯৯ রান। আজ মাঠে নেমেই দশ হাজারি ক্লাবে পা রাখেন তিনি। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ক্রিকেটের ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন স্মিথ।

তাঁর আগে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। তবে এই তিনজনের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রান করেছেন পন্টিং। তাঁর লেগেছিল ১৯৬ ইনিংস। যেখানে স্মিথের লেগেছে ২০৫ ইনিংস। তবে সাদা পোশাকের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান করাদের দলে সবার ওপরে আছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তি ১৯৫ ইনিংস থেকেই দশ হাজার রান করেছিলেন।

২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল স্মিথের। এরপর থেকেই ব্যাট হাতে নিয়মিত রান করছেন তিনি। বিশেষ করে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত-এই চার বছরে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪৭৪ রান এসেছে ২০১৫ সালে। এই সময়ে ৩৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৪২ হাফ সেঞ্চুরিও। এখন পর্যন্ত ক্যারিয়ারসেরা ইনিংস ২৩৯; ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে যে ইনিংস খেলেছিলেন স্মিথ।

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিলেন শান্ত, মিরাজও শেষ