হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে লাফ মুশফিকের

ক্রীড়া ডেস্ক

৯ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিমের। তবু রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের যে ইনিংসটি খেলেছেন, তাতে অনেক রেকর্ড ভেঙেছেন তিনি। র‍্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোববার বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক জয়। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, সাত ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের  রেটিং পয়েন্ট ৬৮৪। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করে বিদেশের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে যান মুশফিক। তাতে পেছনে ফেলেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিক বিদেশে করেছেন ৫ সেঞ্চুরি। তামিম বিদেশে করেছেন ৪ সেঞ্চুরি।

মুশফিকের সতীর্থদেরও রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬২৭। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭৮ বলে করেছেন ৫৬ রান। ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে নেন ৪ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৩ উইকেট। সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ৫ উইকেট ও ৭৭ রানের ইনিংস খেলে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ।২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দশে মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি ব্যাটারদেরও। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সেরা ১৭১ রানের ইনিংস খেলেন রিজওয়ান।  যেখানে পাকিস্তানের ১৪৬ রানের মধ্যে রিজওয়ান একাই করেন ৫১ রান। রিজওয়ানের সমান ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১০ নম্বরে আছেন উসমান খাজা। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে খাজা এগিয়েছেন এক ধাপ। এক ধাপ এগিয়ে টেস্টে র‍্যাঙ্কিংয়ে ১৩তম ব্যাটার সৌদ শাকিল।রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেন শাকিল। জো রুট, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক, দুই ও তিনে। 

আরও পড়ুন:

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন