হোম > খেলা > ক্রিকেট

লিটনের জায়গায় শামীম, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে নিউজিল্যান্ডের মাটিতে এই সংস্করণে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ১৩ বছরে ৯ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে আজ তাদের মাটিতে প্রথম সিরিজ জয়ের সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকারেরা। 

যে মাঠে খেলা হবে, সেই মাঠও বাংলাদেশের জন্য আশীর্বাদপুষ্ট বলা যায়। কেননা, এই মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ের মধ্য দিয়েই কিউইদের মাটিতে প্রথম কোনো ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই মাঠেই এবার আরও বড় ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের। 

ইতিহাস গড়তে তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। ম্যাচের আগেই জানা গেছে, ডান হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা লিটন দাসকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। তাঁর জায়গায় আজ তাই সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। 

বাংলাদেশের একাদশ—

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন। 

নিউজিল্যান্ডের একাদশ—

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন