Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ জিতে তৃপ্ত নয়, বাংলাদেশের যুবারা জিততে চান বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ জিতে তৃপ্ত নয়, বাংলাদেশের যুবারা জিততে চান বিশ্বকাপ
বাংলাদেশ যুবাদের শিরোপা উদ্‌যাপন। ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।

আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’

টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম