পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) চেয়ারম্যান হওয়ার পর ধারাভাষ্য ছাড়তে হয়েছে রমিজ রাজাকে। অথচ খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে রমিজ না থাকায় কমেন্ট্রি বক্সেরও কোথায় যেন অপূর্ণতা ভর করেছে। সেটি টের পাচ্ছেন এরিন হল্যান্ড।
পিএসএলে উপস্থাপিকা হিসেবে কাজ করা এই অস্ট্রেলিয়ান সুন্দরী জানিয়েছেন, ধারাভাষ্যকার রমিজকে মিস করছেন তিনি ও তাঁর সহকর্মীরা।
৩২ বছর বয়সী এরিন একাধারে মডেল, সংগীত শিল্পী, অনুষ্ঠানের সঞ্চালক, নৃত্য শিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা। ২০১৩ সালে ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া’ খেতাব জয়ী এরিনের আরেকটি পরিচয় আছে। তিনি অজি অলরাউন্ডার বেন কাটিংয়ের স্ত্রী।
টুইটারে এরিনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রমিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অটো রিকশায় চড়া এরিনের একটি ভিডিও আপলোড করে পিসিবি প্রধান লিখেছেন, ‘শুভ বিবাহ বার্ষিকী। তুমি আমাদের সেরাদের একজন এরিন! পিএসএলের জৌলুশ বাড়ানোয় ধন্যবাদ। তোমার আরোহণ সুন্দর হোক।’
সেই শুভেচ্ছা বার্তা শেয়ার করে এরিন লিখেছেন, ‘আমরা তোমাকে ভীষণ মিস করছি রাম্বো (রমিজের ডাক নাম)।’
পিসিবির শীর্ষ পদে হয়েই আমূল পরিবর্তনের ডাক দেন রমিজ রাজা। সে চেষ্টায় সফলই বলা চলে তাঁকে।
রমিজ দায়িত্ব নেওয়ার পর ম্যাথু হেইডেন, ভারনন ফিলান্ডার, শন টেইটের মতো তারকাদের পাকিস্তান দলের পরামর্শক বানিয়ে এনেছেন। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরাও তাঁদের খেলা দিয়ে সবার মন জিতে নিয়েছেন।
তারকা খেলোয়াড়, খ্যাতিমান ধারাভাষ্যকার ও জনপ্রিয় উপস্থাপকদের এনে দেশটির সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) রমিজ দিয়েছেন ভিন্ন মাত্রা।
ক্রিকেট কূটনীতিতেও পিছিয়ে নেই প্রধানমন্ত্রী ইমরান খানের আস্থাভাজন রমিজ। সব ঠিক থাকলে এ মাসেই পাকিস্তান সফরে যাবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল। এ বছর যাওয়ার কথা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেরও।