হোম > খেলা > ক্রিকেট

আমি আগামীকাল পাকিস্তানে যাচ্ছি, বললেন গেইল

১৮ বছর পর প্রথমবার পাকিস্তানে খেলতে গিয়েও ফিরে এসেছে নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে সিরিজ শুরুর আগে নিরাপত্তা হুমকি মনে করে হঠাৎ করেই সফর বাতিল করে কিউইরা। সফর বাতিলের ঘটনা ‘ভালোভাবে’ নেননি ক্রিস গেইল।

কিউইদের খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন গেইল। বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত ক্যারিবিয়ান তারকা সেখানে লিখেছেন, ‘আমি কালই পাকিস্তানে যাচ্ছি। আমার সঙ্গে কে যাবে?’ গেইল পোস্ট করার পর টুইটটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

টুইটটি এই মুহূর্তে পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে। বিভিন্ন ধরনের মন্তব্য আসছে গেইলের এই এক টুইটে। অনেকেই বলছেন, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন বয়স্ক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা এই বাঁহাতি ওপেনার। 

গেইলের টুইটে মন্তব্য করেছেন পাকিস্তানের খেলোয়াড়েরা। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন, ‘তোমাকে স্বাগত গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা।’ সদ্য সাবেক দুই পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুসের প্রতি ক্ষোভ দেখিয়ে জাতীয় দল থেকে অবসর নেন মোহাম্মদ আমির। এই বাঁহাতি পেসার গেইলের টুইটে লিখেছেন, ‘দেখা হবে কিংবদন্তি।’ 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন